পাকিস্তান দেশটার প্রতি অন্যরকম ভালো লাগা ড্যারেন সামির। নিরাপত্তার কারণ দেখিয়ে যে দেশে খেলতে যাওয়া নিয়ে অনেকের অনীহা সেখানে প্রায়ই আসছেন এই উইন্ডিজ ক্রিকেটার। দেশটিতে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরাতে বড় অবদান তার।
এর স্বীকৃতি হিসেবে সামিকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেওয়ার পাশাপাশি সম্মানসূচক নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটির সরকার! রোববার টুইট বার্তায় এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
“পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ক্রিকেটে অমূল্য অবদান রাখায় আগামী ২৩ মার্চ ড্যারেন স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করবেন।”
বরাবরের মতো এবারও পিএসএল-এ পেশওয়ার জালমির হয়ে খেলছেন ৩৬ বছর বয়সী সামি। দলটির অধিনায়ক এই অভিজ্ঞ অলরাউন্ডার।
গত বুধবার পাকিস্তান সুপার লিগের দলগুলোর মালিকদের সংবাদ সম্মেলনে পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা ড্যারেন সামিকে পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব দিতে অনুরোধ করছি। আবেদনটা এখন প্রেসিডেন্টের টেবিলে আছে।”
এ ব্যাপারে পিসিবির চেয়ারম্যান এহমান মানির সহায়তাও কামনা করেন জাভেদ আফ্রিদি। জবাবে সামি বলেন, পাকিস্তানকে ভালোবাসতে তার পাসপোর্টের দরকার নেই!