মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোর : ১০৬/২
দেশসেরা ওপেনার বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। যিনি গেল ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে খেলেছেন ২০৪টি। টেস্ট ৬০টি। টি-টুয়েন্টি ৭৭টি। জিম্বাবুয়ের বিপক্ষে আজ একমাত্র টেস্টে ব্যাট করতে মাঠে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ১২ হাজার ৯৭৩টি। ১৩ হাজার আন্তর্জাতিক রান হতে প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্ন বিরতির পর তিনি ২৭ রান পেরিয়ে যান। তাতে ১৩ হাজার আন্তর্জাতিক রান করার কৃতিত্ব দেখান।
মনে হচ্ছিল তামিম নিজের ইনিংস বড় করবেন। সেই পথেই এগোচ্ছিলেন; কিন্তু ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটরক্ষক রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন দেশসেরা এই ওপেনার। তবে ফেরার আগে শক্ত একটা জুটি গড়েছেন; নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বিদায় নেন তামিম। খেলেছেন ৮৯ বলে ৪১ রান, যা ছিল ৭টি চারের সমন্বয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৬ রান। শান্তকে (৪৯) সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক মুমিনুল হক (৪)।